welcome to skitto forum
a place for all things skitto

ইন্টারনেট কানেকশনই হচ্ছে না

up vote 0
Shahaduz Zamanby: Shahaduz Zaman
May 8, 2020 8:28AM
Member

কালকে রাত থেকে ইন্টারনেট কানেকশন হচ্ছে না,এপিএন চেঞ্জ করলাম, ফোন রিস্টার্ট দিলাম তাও কোন লাভ হইলো না। ৩ জিবি আছে আবার ব্যালেন্সও আছে ফোনে কিন্তু তারপরেও কানেকশন নাই। কেও কী হেল্প করতে পারবেন এই সমস্যা থেকে উত্থানের জন্যে?       
  • SayMoby: SayMo

    Member

    Shahaduz Zaman said: কালকে রাত থেকে ইন্টারনেট কানেকশন হচ্ছে না,এপিএন চেঞ্জ করলাম, ফোন রিস্টার্ট দিলাম তাও কোন লাভ হইলো না। ৩ জিবি আছে আবার ব্যালেন্সও আছে ফোনে কিন্তু তারপরেও কানেকশন নাই। কেও কী হেল্প করতে পারবেন এই সমস্যা থেকে উত্থানের জন্যে?       
    বিষয়টি সত্যি দুঃখজনক । মনে হয় সার্ভার এ সমস্যা ।
    up vote 0
  • Mohammad Farhad Ahmed Obinby: Mohammad Farhad Ahmed Obin

    Member




    মোবাইলে গতি বাড়ানোর পাঁচটি উপায়❤


    বর্তমানে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলা দায়। কিন্তু মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে গেলেই অনেকে স্লো ইন্টারনেট স্পিডের কথা বলেন। কিন্তু মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি পদ্ধতি নিলে খুব সহজেই ইন্টারনেট স্পিড বাড়ানো যায়। জেনে নিন সেই স্পিড বাড়ানোর উপায় : ১. আপনি আপনার মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলি আনইনস্টল করুন। ২. আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে। ৩. মোবাইলের 'ক্যাশড ডাটা' ক্লিয়ার করুন। কারণ এগুলি শুধু মোবাইলের জায়গাই নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়। ৪. আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে। ৫. সবশেষে আপনি আপনার আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।
    up vote