by: moushi
May 2, 2020 12:12AM
Member
কমেন্ট করলেই আর পোস্ট দিলেই বিস্কুট পাওয়া ব্যাপারটা একটু বেশি অপরিপক্ক সিদ্ধান্ত মনে হচ্ছে। একটা কমেন্ট করলেই বিস্কুট পাওয়া যাচ্ছে বলে অনেকেই দেখছি 'No content' কমেন্ট করছেন। আবার কেউ কেউ অতীব আজগুবি সব পোস্ট করছেন পারলে প্রতি মিনিটে! এতকিছু বলার কারণ অতিশয় উচ্চ মানের স্কিটো সিমটির সাথে যুক্ত সোশ্যাল মিডিয়াটিকে একদিন আরও বড় দেখতে চাওয়ার একটুকরো ইচ্ছে। মহান ব্যক্তিদের চরিত্রে যেমন অপরিপক্কতা মানায় না, এক্ষেত্রেও তাই। আশা করি মডারেটর বিষয়টি নিয়ে ভাববেন। ধন্যবাদ
Member
Right
Member
ভাই আমার জানামতে , ফোরামে পোস্ট আর কমেন্ট করার মাধ্যমে নির্দিষ্ট পরিমান বিস্কুট পাওয়া যাবে যা দিয়ে ফোরামে ইউজার ranking করা হবে। যার বিস্কুট যত বেশি তার Ranking তত উপরে হবে। টপ এ যারা থাকবেন তাদের জন্য হয়তো কোনো সারপ্রাইজ থাকতে পারে skitto এর পক্ষ থেকে !! আমি খুব এক্সসাইটেড বিষয়টি নিয়ে।
Member
তাই বলে যা ইচ্ছা তাই করবে নাকি?
Member
আমি বলছিনা বিস্কুট দেওয়া বন্ধ করতে। শুধুমাত্র কারও করা পোস্ট অথবা কমেন্টটি আসলেই বিস্কুট পাওয়ার উপযুক্ত কিনা এটি একটুখানি যাচাই করে নেবার প্রস্তাবনা মাত্র ?
Member
Member
Ok
Member
সারকথা একটাই, ফোরামে contribute করার reward হিসেবে skitto আমাদের বিস্কুট দিচ্ছে, যাতে আমরা উৎসাহিত হয়ে আরও বেশি contribute করি এবং আমাদের community টা আরও বড় করতে পারি। কিন্তু এই আনন্দে আত্মহারা হয়ে আমরা এমন কিছু না করি যাতে কারও ফোরামের প্রতি বিরক্তি এসে যায় এবং ফোরামে আসা বন্ধ করে দেয়। কেননা এতে হিতে বিপরীত হয়ে অনেক বড় করতে চাওয়া community টা আগের থেকেও ছোট হয়ে যেতে পারে!
Member
Thnx
Member
ঠিক বলতেছেন ?
Member
Agree.