স্কিটো গ্রামীনফোন কোম্পানীর অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও আমরা স্কিটো ইউজাররা কিছু সুযোগ সুবিধা হতে ববঞ্চিত হচ্ছি।
১.ফ্রি ফেসবুক ইউজ
২.ফ্রি ম্যাসেঞ্জার ইউজ
৩.ফ্রি wow box ইউজ
বিশেষত উপর্যুক্ত ৩ টি বিষয়ে আমরা বৈষম্যের স্বীকার হচ্ছি। এই তিনটি মাধ্যম আমরা ফ্রি ইউজ করতে চাই। এটা আমাদের সকলের দাবি।
এই সকল বিষয়ে বিবেচনা করার জন্য স্কিটো কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
স্কিটোকে ধন্যবাদ এতো সুন্দর একটি প্লাটফর্মে আমাদের দাড় করার জন্য। এখানে প্রযুক্তির পরিপূর্ণ ব্যবহারের সমন্বয় ঘটেছে। সময়ের সাথে নতুনত্বের সাধন ঘটেছে। সত্যিই এটা আমাদেরকে চমকপ্রদ করেছে এবং জীবনকে আরো সহজ করেছে। আমরা অনেকটাই সন্তুষ্ট। যদি নেটওয়ার্ক আরেকটু উন্নত করা যেতো তাহলে তো আর কথাই নেই। আপনারা এভাবেই আধুনিকায়ন করে যান আমরা সাপর্ট করবো। নতুন যুগে নতুনত্ত্বের সাথে পরিচয় ঘটুক এই কামনাই রইলো।
কৃতজ্ঞতা
আরফান আলী
সৈয়দপুর , নীলফামারী
সহমত ভাই।
Member
Right
Member
আমার স্কিটো সিমটিতে সমস্যা হচ্ছে সিমটি রিপ্লেস করবো কিভাবে এবং কোথায় ।