করোনাভাইরাসের কারণে প্রথম যখন সরকারি ছুটি হলো সমস্ত বিভাবে তখন প্রায় সকল ইন্টারনেট ব্যাবহারকারী নেট ব্যবহার করায় নেটের স্পিড একেবারেই কমে যায়। ব্র্যান্ডউইথ স্পিড বৃদ্ধি করাও সম্ভব না। তবে এখন নেটের ব্যবহারকারী কমে যাওয়ায় নেটের স্পিড মোটামুটি পাওয়া যাচ্ছে।
আপনার skitto সিমটি আপনার ফোন এর সিম 1 স্লট এ রেখে, ফোন এর সেটিংস থেকে Access Point Name এ গিয়ে Name আর APN এ দুটি অপশনে "skittonet" লিখে ইন্টারনেট সেটিংস করে ফোনটি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন। আমার ও এই ধরণের সমস্যা ছিল। ইন্টারনেট সেটিংসটি সঠিকভাবে করে নেয়ার পর ঠিক হয়ে গিয়েছে।
Member
আপনার skitto সিমটি আপনার ফোন এর সিম 1 স্লট এ রেখে, ফোন এর সেটিংস থেকে Access Point Name এ গিয়ে Name আর APN এ দুটি অপশনে "skittonet" লিখে ইন্টারনেট সেটিংস করে ফোনটি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন। আমার ও এই ধরণের সমস্যা ছিল। ইন্টারনেট সেটিংসটি সঠিকভাবে করে নেয়ার পর ঠিক হয়ে গিয়েছে।
Member
এখনতো আর নেট স্পিডে সমস্যা হচ্ছেনা।
Member
এখনতো আর নেট স্পিডে সমস্যা হচ্ছেনা।