welcome to skitto forum
a place for all things skitto

সংশোধনের অনুরোধ থাকলো স্কিট্টোর কর্তৃপক্ষের কাছেঃ-

IAmMamunSby: IAmMamunS
September 26, 2019 10:06AM
Member

সংশোধনের অনুরোধ থাকলো স্কিট্টোর কর্তৃপক্ষের কাছেঃ-

Skitto অ্যাপে ডাটা দেখায় এইভাবে-
20.54 GB, 3.49 GB ইত্যাদি।
আর *121*1*3# ডায়ালে ডাটা দেখায় এইভাবে-
20000 MB, 17578 MB ইত্যাদি।
এখানে Skitto কর্তৃপক্ষের কাছে একটি বিষয় সংশোধনের অনুরোধ করছি,
তা হলো Skitto অ্যাপে ডাটা দেখানো হোক এইভাবে 20000 MB, 17578 MB.
 
এখন প্রশ্ন হতে পারে এতে লাভ কি হবে?
 
আমি এই পর্যন্ত একটি বিষয় লক্ষ্য করেছি যে, 
অনেকে *121*1*3# ডায়াল করে দেখে এম্বির পরিমান 23552 MB. কিন্তু অ্যাপে দেখে 23 GB. সে ভাবে তাহলে 552 এম্বি গেলো কই?
 এ কারনে অনেকে বলে এম্বি বেশি কেটে নেই।
তারা Skitto অ্যাপে যে ডাটার পরিমাণ দেখে তার সাথে  *121*1*3# ডায়াল করে ডাটার পরিমাণ  মিল পাইনা। এই মিল না থাকার কারন অনেকেই জানেন না, এই কারনেই তারা বলে থাকে এম্বি বেশি কেটে নেই। 
 
অ্যাপে কেন ডাটা কম দেখায় আসুন জেনে নিই⤵
আগে জেনে রাখুন 1 GB = 1024 MB.
ধরুন,  আপনি 23 GB একটি ডাটা প্যাক কিনলেন:-
তাহলে Skitto অ্যাপে ডাটার পরিমাণ দেখাবে 23 GB.
*121*1*3* ডায়াল করে কত দেখাবে বলেনতো? 23000MB? নাহ, এখানে একটা আমরা ভুল করে ফেলি, তাহল 1024 MB তে যে 1 GB হয় তা ভুলে যায়, এখানে এম্বির পরিমান হবে 1024x23= 23552MB. Oh God!  552 MB কম বেশি-
আশাকরি, এই কম বেশীর কারনটি জানতে পারলেন।
এই বিষয়টি না জানার কারনে অনেক অভিযোগ করে থাকে।
?তাই Skitto কর্তপক্ষের নিকট অনুরোধ আপনারা (Skitto অ্যাপ এবং *121*1*3# ডায়াল) উভয় ক্ষেত্রে ডাটার পরিমান MB আকারে দেখাবেন, এতে করে অনেকের ভুল ধারনা দূর হবে আশা করছি।
ধন্যবাদ!