আমি অনেক দিন থেকেই Skitto Sim use করছি, But সব সময় একটা সমস্যা আমাকে তারা করে, আর সেটা হচ্ছে, নেট স্পিড সমস্যা... সমস্যা টা হচ্ছে এই, আমি দিনের বেলা নেট স্পিড পাই না, পাই রাত ১২ টার পর থেকে সকাল ৬ টা অবদি, আসলে আমি বুঝতে পারছিনা কেনো আমার সিমে এমনটা হচ্ছে, এ ব্যাপারে কারো কিছু যানা থাকলে plz আমাকে বলেন, যাতে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি????
Member
গত 26 তারিখ থেকে আমার Skitto Sim থেকে MB নিতে
পারছিনা দয়া করে সমস্যা সমাধান করে দেন Sarver problam.
Member
আপনার skitto সিমটি আপনার ফোন এর সিম 1 স্লট এ রেখে, ফোন এর সেটিংস থেকে Access Point Name এ গিয়ে Name আর APN এ দুটি অপশনে "skittonet" লিখে ইন্টারনেট সেটিংস করে ফোনটি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন। আমার ও এই ধরণের সমস্যা ছিল। ইন্টারনেট সেটিংসটি সঠিকভাবে করে নেয়ার পর ঠিক হয়ে গিয়েছে।
Member
আপনি আপনার হ্যান্ডসেট সেটিংসে গিয়ে অ্যাপ্লিকেশন ম্যানেজার অপশনে যাবেন সেখান থেকে skitto অ্যাপটি force stop করবেন এবং সমস্ত data clear করে skitto অ্যাপটিকে uninstall করবেন । তারপর আপনার হ্যান্ডসেটের Play store/App store থেকে একটি নতুন skitto অ্যাপ্লিকেশন install করে দেখতে পারেন । আশা করি আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে ।