Skitto sim কেউ ২২০টাকা দিয়ে কিনেছেন কেউ ১০০টা দিয়ে কিনেছেন কিন্তু কল রেট কম করা হয়নি। দয়া করে দেশের এ পরিস্থিতিতে কল রেট ও নেটের দাম কম করে দেওয়া হোক সব কিছু বন্ধ,তাই রিচার্জ করা যায় না। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে লগডাউন এ আঁটকে গেছেন। তাদের খোঁজ খবর নেওয়ার একটু সুযোগ করে দিন। আবার ও বলছি কল রেট ও নেটের দাম কম করে দিন। এ সিম অনেক ইস্টুডেন্ট ব্যবহার করে এ পরিস্থিতিতে একটু দয়ালু হোন।
Member
আমিও আপনার কথার সাথে একমত।
Member
কে কার কথা শুনে ভাই তারা তো ব্যবসা করতে বসছে । দেশে কেয়ামত হোক তাদের তাতে কি।