কখনো কখনো স্কিটো অ্যাপ থেকে কোন ওয়েবসাইটই ব্রাউজ করা সম্ভব হয় না। কোনভাবে সম্ভব হয় না। ডাউনলোড করাও সম্ভব হয় না। এর কারণটা কি? গতকাল রাতেও এই সমস্যা হয়েছিল। এর আগেও অনেকবার সমস্যাটি হয়েছিল।প্রয়োজনের সময় নেট ব্রাউজ করতে না পারায় অনেক বিপদের সম্মুখীন হতে হয়।
ভাই, আপনার skitto সিমটি ফোন এর 1 slot-এ রেখে , phone settings থেকে Access Point Name এ গিয়ে Name আর APN এ দুটি অপশনে "skittonet" লিখে save করে ফোনটি Restart দিয়ে দেখতে পারেন। আমারও এই সমস্যা ছিল, এটা করার পর ঠিক হয়ে গিয়েছে।
কখনো কখনো স্কিটো অ্যাপ থেকে কোন ওয়েবসাইটই ব্রাউজ করা সম্ভব হয় না। কোনভাবে সম্ভব হয় না। ডাউনলোড করাও সম্ভব হয় না। এর কারণটা কি? গতকাল রাতেও এই সমস্যা হয়েছিল। এর আগেও অনেকবার সমস্যাটি হয়েছিল।প্রয়োজনের সময় নেট ব্রাউজ করতে না পারায় অনেক বিপদের সম্মুখীন হতে হয়।
আপনার skitto সিমটি ফোন এর 1 slot-এ রেখে , phone settings থেকে Access Point Name এ গিয়ে Name আর APN এ দুটি অপশনে "skittonet" লিখে save করে ফোনটি Restart দিয়ে দেখতে পারেন। আমারও এই সমস্যা ছিল, এটা করার পর ঠিক হয়ে গিয়েছে।
Member
আমার এলাকায় ও একই অবস্থা ভাই।।।
Member
আমিও প্রায় প্রত্যেকদিন সন্ধার পর থেকে শেষ রাত অবধি এই সমস্যা ফেইস করি। এটা ঠিক হওয়া দরকার।
Member
ভাই, আপনার skitto সিমটি ফোন এর 1 slot-এ রেখে , phone settings থেকে Access Point Name এ গিয়ে Name আর APN এ দুটি অপশনে "skittonet" লিখে save করে ফোনটি Restart দিয়ে দেখতে পারেন। আমারও এই সমস্যা ছিল, এটা করার পর ঠিক হয়ে গিয়েছে।
Member
আপনার skitto সিমটি ফোন এর 1 slot-এ রেখে , phone settings থেকে Access Point Name এ গিয়ে Name আর APN এ দুটি অপশনে "skittonet" লিখে save করে ফোনটি Restart দিয়ে দেখতে পারেন। আমারও এই সমস্যা ছিল, এটা করার পর ঠিক হয়ে গিয়েছে।
Member
👍👍