আমরা সবাই একটা অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই অনিশ্চয়তার মাঝে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় অনেকে অনেক ভুল তথ্যও ছড়িয়ে যাচ্ছে। আসো, ঠিক তথ্য জানি,
সবাইকে ঠিকটা জানতে সাহায্য করি।
মশারকামড়েকরোনাভাইরাস ছড়ায়না: সামনে বৃষ্টির
দিন আসছে
দেখে অনেকেই
ভয় পাচ্ছে যে মশার কামড়েও
করোনাভাইরাস ছড়াবে। তথ্যটি
ভুল।
মশার কামড়ে করোনাভাইরাস ছড়ানোর
কোনো প্রমাণ
এখন পর্যন্ত
পাওয়া যায়নি। শুধুমাত্র
আক্রান্ত ব্যাক্তির হাঁচি-কাশি থেকে
নির্গত জলকণা
থেকে করোনাভাইরাস
ছড়ায়। তথ্যসুত্র
- https://bit.ly/39gi94h
গরমআবহাওয়াতেকরোনাভাইরাসবেঁচে থাকতে
পারে: “উষ্ণ এবং আদ্র আবহাওয়াতে
করোনাভাইরাস ছড়ায়
না” বিভিন্ন মাধ্যমে এমন
একটি ভুল তথ্যটি ছড়াচ্ছে। এখন পর্যন্ত সব রকম আবহাওয়াতেই
করোনাভাইরাস ছড়ানোর
প্রমাণ পাওয়া
গেছে।
তাই, আবহাওয়া যেমনই
হোক, সতর্ক থাকো। তথ্যসুত্র
- https://bit.ly/39gi94h
ডাক্তারেরপরামর্শছাড়াকোনভাবেই
antibioticsখাবে না: করোনাভাইরাস প্রতিরোধ
করতে অনেকেই antibiotics খাওয়া শুরু
করেছে।
এটি মারাত্বক
একটি ভুল। না জেনে, না বুঝে, ডাক্তারের পরামর্শ
ছাড়া কখনই antibiotics বা অন্য
কোনো ওষুধ
খাওয়া যাবে
না। তথ্যসুত্র
- https://bit.ly/39gi94h
রসুন, কালোজিরাকিংবাথানকুনিপাতাকরোনাভাইরাসের সংক্রমণ বন্ধ করে, এমন কোনো প্রমাণ নেই: অনেকেই করোনাভাইরাস
প্রতিরোধে বেশি
করে রসুন, কালোজিরা কিংবা
থানকুনি পাতা
খাওয়ার উপদেশ
দিচ্ছে।
এগুলোর অনেক
ভেষজ গুণাবলি
আছে, এটি সত্য। কিন্তু
এগুলো করোনাভাইরাস
প্রতিরোধে কার্যকরী, এমন কোনো
প্রমাণ এখন পর্যন্ত পাওয়া
যায়নি। তথ্যসুত্র
- https://bit.ly/39gi94h
করোনাভাইরাসেসকলবয়সেরমানুষইআক্রান্তহতেপারে: করোনাভাইরাসে শুধুমাত্র
বয়ষ্ক লোকেরা
আক্রান্ত হয় - ভুল! নতুন করোনাভাইরাসে
সকল বয়সের
মানুষই আক্রান্ত
হতে পারে। তবে যাদের অ্যাজমা, ডায়াবেটিস, হৃদ্রোগসহ নানা
স্বাস্থ্য সমস্যা
আগে থেকেই
রয়েছে, তাদের ভাইরাসটিতে
আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ
হওয়ার ঝুঁকি
বেশি।তথ্যসুত্র
- https://bit.ly/39gi94h
পোষাপশুপাখিথেকেকরোনাভাইরাসছড়ানোরকোনোপ্রমাণপাওয়াযায়নি: অনেকেই ভয় পাচ্ছে যে পোষা পশুপাখি
থেকে করোনাভাইরাস
ছড়ানোর আশংকা
থাকে।
এখন পর্যন্ত
পোষা পশুপাখি
থেকে করোনাভাইরাস
ছড়ানোর কোনো
প্রমাণ পাওয়া
যায়নি।
তাই বাসায়
কোয়ারেন্টাইনে থাকার
সময় নিজের
পোষা কুকুর, বিড়াল কিংবা
পাখিটাকে বেশি
করে সময় দিতে পারো
নিশ্চিন্তে!তথ্যসুত্র
- https://bit.ly/2wwWKqd
আতঙ্কিত
হবার কিছু
নেই।
কিছু সহজ উপায় মেনে
চললেই করোনাভাইরাস
থেকে নিজেকে
নিরাপদ রাখা
সম্ভব।
যতটা সম্ভব
বাসা থেকে
বের হওয়া
বন্ধ করে দাও।
একটু পরপর
সাবান-পানি বা হ্যান্ড স্যানিটাইজার
দিয়ে হাত ধুয়ে রাখো। আর হাঁচি কিংবা
কাশি আসলে
কনুইয়ের ভাঁজে
মুখ ঢেকে
নাও।
শেষ কথা,
বাসায় বসে থেকে বিশ্বজয় করার সুযোগ এর আগে মনে হয় কারো আসেনি। বাসায় থাকি। নিজে নিরাপদ থাকি। অন্যকেও নিরাপদ রাখি।
Member
?
Member
সহমত
Member
সঠিক তথ্য গুলি পোষ্ট করার জন্য ধন্যবাদ।আরও বেশি বেশি সঠিক তথ্য দিয়ে উপকৃত করবেন।
Member
Member
:-)
Member
appreciate it
Member
stay at home ✌✌✌
Member
?I am Stay At Home And Save
My Life ... Many People are Subconscious..
Member
???
Member
??
Member
ইয়েস
Member
???
Member
Tnx
Member
???
Member
???
Member
awesome ✌✌✌
Member
ধন্যবাদ
Member
I am staying home but skitto isn't giving internet offers like every other sim .i mean why ? Can you give us free internet for the lockdown time?
Member
আপনার শ্বাসকষ্ট, জ্বর বা কাশি থাকলে ভিজিট করুনঃ http://corona.gov.bd
Member
ধন্যবাদ