by: mishu666
October 17, 2019 6:38PM
Member
আমার ইন্টারনেট প্রায় প্রায় কেটে নেয়া হয়, যেমন আজ সন্ধ্যা ১৭/১০/১৯ তারিখে এক জিবি ইন্টারনেট কিনি, তারপর থেকে আর তেমন একটা ইন্টারনেট ব্যবহার করিনি আর যতোটুকু করছি তাতে ১০০ Mb বেশি খরচ হবার কথা নয়। রাত ১২: ৫ স্কুটো এপস ঢুকে দেখলাম ৩০০+ MB মাথা খারাপ হয়ে গেলো যে বাকি MB গেলো কোথায়,আবার ১২: ১৮ মিনিটে সেই ৩০০ শেষ হয়ে গেলো ফেসবুক শুধু স্কোরল করি আর কিচ্ছু করিনি। আমার সাথে এমন প্রায় প্রায় হয় ১জিবি ইন্টারনেট ১০ মিনিটে নাই হয়ে যায় অথচ ফেসবুক ছাড়া আর কোন কিছু না করাতেও। একটা সমাধান চাই।
Member
Member
Oky