আসসালামু আলাইকুম,
হেল্প এন্ড সাপোর্ট অপশন দেয়া,কিন্তু বাস্তবায়ন কোথায়?
এই দুঃসময়ে আমরা ইউজাররা যে আবেদন জানাচ্ছি কম দামে বেশী ডাটা এবং মেয়াদ দেয়ার জন্য, তাতে স্কিটো ম্যানেজম্যান্ট টিমের কোন দৃষ্টি নেই।
না হেল্প না সাপোর্ট?
যেখানে খোদ গ্রামীণ ফোন সহ অন্য অপারেটররা কম মূল্যে বেশী ইন্টারনেট দিচ্ছে সেখানে কি আর বলা যায়।
দেশের একটি বৃহৎ মোবাইল কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে এটা খুবই দুঃখজনক।
কতৃপক্ষ এদিকে সদয় দৃষ্টি দেবেন এ আশা করবো কি।।।
Member
setai toh re vai
Member
দেখেন, লকডাউন প্যারালাইজড রোগীদের মত পার করেন... রেগুলার কাজে ঢুকলে আপনি নিজেও ভুলে যাবেন।
Member
আমি যেমন এতদিন জানতামই না যে অ্যাপে একটা ফোরামও আছে!