করোনা ভাইরাস একটি আশীর্বাদ!!!
করোনারভাইরাসকে ঘৃণা করবেন না
♥এটা মানবতা ফিরিয়ে এনেছে
মানুষকে তাদের স্রষ্টার কাছে এবং তাদের নৈতিকতায় ফিরিয়ে এনেছে
♥এটি বার, নাইট ক্লাব, পতিতালয়, ক্যাসিনো বন্ধ করে দিয়েছে
♥এটি সুদের হারকে কমিয়ে এনেছে
পরিবারের সদস্যদের একসাথে নিয়ে এসেছে
অশ্লীল আচরণ বন্ধ করেছ
এটি মৃত এবং নিষিদ্ধ প্রাণী খাওয়া বন্ধ করে দিয়েছে।
আরব দেশগলোতে শিশা নিষিদ্ধ করেছে
করোনাভাইরাস মানুষকে দুআ করতে বাধ্য করছে
এটি স্বৈরশাসক এবং তাদের ক্ষমতাকে তুচ্ছ করেছে
মানুষ এখন উন্নতি এবং প্রযুক্তির চেয়ে আল্লাহ/ইশ্বরের কাছে উপাসনা করছে
এটি কর্তৃপক্ষকে তার কারাগার এবং বন্দীদের দিকে নজর দিতে বাধ্য করছে
এটি মানুষকে শিখিয়েছে কীভাবে হাঁচি এবং কাশি দিতে হয়, যেমনটি আমাদের নবী (সাঃ) ১৪০০ বছর আগে শিখিয়েছিলেন, করোনাভাইরাস এখন আমাদের ঘরে সময় কাটানো, সহজ জীবনযাপন করা, অহেতুক প্রতিযোগিতা না করতে শিখিয়েছে।
একই সাথে আমাদের চেতনা জাগ্রত করার জন্য এবং সৃষ্টিকর্তার কাছে ক্ষমা ও সাহায্য প্রার্থনা করার সুযোগ দেওয়ার জন্য আমরা আল্লাহর কাছে শুকর জানাচ্ছি।
যারা জ্ঞানী তাদের জন্য এতে একটি দুর্দান্ত মুল্যবান শিক্ষা রয়েছে।
Member
☺☺☺
Member
হুম ?
Skitto Pro
ভালো লাগলো ভাই post টা পড়ে ✌✌✌
Skitto Pro
এই রকম বিষয় ভিত্তিক post সবসময় forum এ করা হলে ভালো ছিল ???