welcome to skitto forum
a place for all things skitto

ইন্টারনেট ডেটা প্যাকের মেয়াদ সংক্রান্ত অভিযোগ।

up vote
Md. Sala Uddinby: Md. Sala Uddin
August 12, 2025 12:18AM
Member

আমি গত ৪ আগস্ট সিক্রেট ডিল থেকে ৪০০ টাকায় ৪০ জিবি ডেটা প্যাক কিনি। আজ ১২ তারিখ সকালে আমাকে মেসেজে জানানো হয় আপনার ডেটা প্যাকের আর ৪৮ ঘন্টা মেয়াদ বাকি আছে। পরে আমি স্কিটো অ্যাপে গিয়ে চেইক দিয়া দেখি আমার ডেটা প্যাকের মেয়াদ আছে ১৪ তারিখ পর্যন্ত। অর্থাৎ ১০ দিন টোটাল মেয়াদ। অথচ আমি সিক্রেট ডিল থেকে ৩০ দিন মেয়াদ দেখেই ডেটা প্যাকটি কিনি। এবং এর সপক্ষে প্রমাণ হিসেবে ৪ তারিখে ডেটা প্যাক কেনার পর যে ডেটা প্যাকের ৩০ দিন মেয়াদ এর স্বপক্ষে মেসেজে আছে। এমতাবস্থায় আমার করনীয় কি?