আজকে সকাল সাড়ে 11টার দিকে মোহাম্মদপুর মেইন রোডের জিপি সেন্টার থেকে আমি সিমটা কিনি। সিমের বেসিক প্রাইসের সাথে আরো 150tk নিছে কিন্তু আমার ব্যালেন্স আছে মাত্র 5tk আর কোনো প্রকার ডেটা বা মিনিট আসে নাই। শুধু অ্যাপ ডাউনলোড এবং একটিভেশনের জন্য 1,1 মোট 2gb দিসে। যা আমার জানা মতে জিপিএর পলিসির সাথে ম্যাচ করে না।
কোনো এক কারণে আজকে বিকালের আগে আবারো ওখানে যাওয়া সম্ভব না আর জিপি helpcenter এ কল দিলে আমার এ সমস্যার কোনো সলিউশন পাই নি। এখন কি করব? আমার 150tk কি তাহলে লসে যাবে?
"everyone@"
Member
এটার উত্তর চাই