ভাই আমার এপস এ ৫৯৮ টাকার অফার ডিসকাউন্টে ৪৯৮ টাকা দেখালে ঐ প্যাকটি ক্রয় করি। কিন্তু বান্ডেলে গিয়ে ঐ অফার ৭০ টাকা ক্যাশব্যাকে ৫২৮ টাকা লিখা ছিলো। তাতেও আমি প্যাকটি ক্রয় করি। কিন্তু আমি কোন ক্যাশব্যাক পাইনি এবং আমার থেকে ৫৯৮ টাকাই কেটে নিলো। এখন সমাধান কি হবে?