স্বচ্ছতা বজায় রাখা। আমি জানেন কোন অপরাধ করেন নি, কোন ভুল করেন নি, কিন্তু যদি সেখানে কোন সন্দেহ করার মত সুযোগ থেকে থাকে, যদিও আপনি সেই সুযোগ ব্যবহার করে খারাপ কিছু করেন নি, তারপর ও সেটা পরিষ্কার করে পার্টনার কে জানিয়ে দিন। বিশ্বাস করে বা আমাকে নিয়ে সন্দেহ করবে না ভেবে এমন কিছু যা সন্দেহ করা যায় তা অপ্রকাশিত রাখবেন না। কারন এর মাধ্যমে মনের অজান্তে "হলে ত হতেও পারে" এমন একটা ভাবনা পার্টানারের মনে আসতে পারে। আর এমন অনেক গুলো ভাবনা একসাথে মিলিত হয়ে একদিন অবিশ্বাস বা সন্দেহ শুরু হবে। তাই সর্বদায় প্রয়োজন মনে না হলেও নিজের অবস্থান স্বচ্ছতার সাথে বর্ণনা করে দিবেন। যেন কোন সুযোগ ই না থাকে সন্দেহ করার মত।
লং ডিস্টেন্সে স্বচ্ছতা বজায় রাখা কঠিন। আর ২য় কথা। লং ডিস্টেন্সে না পায় মনের নাগাল না পায় শরীর। এখন তো অধিকাংশ মানুষ শরীরের নাগাল ই বেশি খুঁজে। খুব কম মানুষ ই আছেন যারা ভালোবাসার পরিক্ষায় উত্তির্ন হন। ধর্মকে শ্রদ্ধা করেন। নিজের চাহিদার কাছে ভালোবাসা কে সংকীর্ণ হতে দেন না।
Member
Hi
Member
So sad
Member
1000
Member
Member
01333714599
Member
Maintain করার দরকার নেই তো। Breakup করে ফেল।🙂
Member
জীবনে রিলেশন ই করতে পারলাম না। আবার ব্রেক আপ🙄। তার উপর লং ডিস্টেন্স 😆😆
Member
লং ডিস্টেন্সে স্বচ্ছতা বজায় রাখা কঠিন। আর ২য় কথা। লং ডিস্টেন্সে না পায় মনের নাগাল না পায় শরীর। এখন তো অধিকাংশ মানুষ শরীরের নাগাল ই বেশি খুঁজে।
খুব কম মানুষ ই আছেন যারা ভালোবাসার পরিক্ষায় উত্তির্ন হন। ধর্মকে শ্রদ্ধা করেন। নিজের চাহিদার কাছে ভালোবাসা কে সংকীর্ণ হতে দেন না।
Member
Maintain korar dorkar nei to😐
Member
Member
Member
Member
Member
Enjoy your single life 🤧
Member
Wow
Member
ভুল জায়গায় চলে এসেছি আমার কোনো জিএফই তো নাই🙃🙃
Member
Tai naki
Member