welcome to skitto forum
a place for all things skitto

মেগাবাইট এর দাম না কমিযে বৃদ্ধি করা প্রসঙ্গে

up vote 0
fouzi al forhaby: fouzi al forha
March 8, 2020 12:23PM
Member

স্কিটু সীম কিনার পিছনে সবচেয়ে বেশী উৎসাহ পেয়েছি ভালো মেগাবাইট প্যাকেজ এর জন্য।কিন্তু পরবর্তীতে প্যাকেজ ঢেলে সাজানোর নামে প্রতিনিয়ত মেগাবাইট দাম বৃদ্ধি করায় আমি সম্পুর্ণ হতাশ। এভাবে দাম বৃদ্ধি করতে থাকলে গ্রাহক হারাবেন এটা নিশ্চিত। আমার ফ্রেন্ড সার্কেলের অনেকেই আমার দেখাদেখি স্কিটু কিনেছে কিন্তু তারাও এখন হতাশ। আশা করি এই বিষয়টা গুরুত্বসহকারে দেখবেন। নাহয় স্কিটুকে বিদায় জানানোর জন্য অনেকেই রেডি হবে।     

  • Delwar Hossainby: Delwar Hossain

    Skitto Pro

    ???
    ???
    up vote 0
  • eimonemonby: eimonemon

    Member

    স্কিটু সীম কিনার পিছনে সবচেয়ে বেশী উৎসাহ পেয়েছি ভালো মেগাবাইট প্যাকেজ এর জন্য।কিন্তু পরবর্তীতে প্যাকেজ ঢেলে সাজানোর নামে প্রতিনিয়ত মেগাবাইট দাম বৃদ্ধি করায় আমি সম্পুর্ণ হতাশ। এভাবে দাম বৃদ্ধি করতে থাকলে গ্রাহক হারাবেন এটা নিশ্চিত। আমার ফ্রেন্ড সার্কেলের অনেকেই আমার দেখাদেখি স্কিটু কিনেছে কিন্তু তারাও এখন হতাশ। আশা করি এই বিষয়টা গুরুত্বসহকারে দেখবেন। নাহয় স্কিটুকে বিদায় জানানোর জন্য অনেকেই রেডি হবে।     
    আমিও সহমত তবে skitto app এর Deals অপশন থেকে ডাটা মিক্সার এ গিয়ে খুব সহজেই ডাটা এর পরিমান ও মেয়াদ সেট করে নিজের মনের মতো করে ডাটা প্যাক বানিয়ে নেয়া যায়।
    up vote 0