friend circle এ friend’দের অনেক বিচিত্র nick name থাকে? তোমার circle এ তোমার ফ্রেন্ডদের nick name কি? and এই নাম পাওয়ার পিছনের কাহিনি কি? লিখে জানাও আমাদের and top 5 এর মধ্যে থেকে জিতে নাও একটা cool smart watch!
friend circle এ friend’দের অনেক বিচিত্র nick name থাকে? তোমার circle এ তোমার ফ্রেন্ডদের nick name কি? and এই নাম পাওয়ার পিছনের কাহিনি কি? লিখে জানাও আমাদের and top 5 এর মধ্যে থেকে জিতে নাও একটা cool smart watch!
আমার এক বন্ধুর নাম "ধলি" আমাদের এলাকায় সবার থেকে কালো সে। সবাই কালে বলে ডাকে, সে তাতে মন খারাপ করে। কালে বললে মন খারাপ করে বিধায় আমি তাকে ধলি বলে ডাকি। তাতে সে আমার প্রুতি খুব খুশি হয়। এই জন্নে তাকে আমি ধলি বলে ডাকি।😆
আমার এক বন্ধুর নাম বাদে : ছোট বেলায় আমার বন্ধুর যখন সুন্নাত করানো হয়। তখন বাদে (যে সুন্নাত করায়) তাকে প্রুচুর গালা গালি করে। তাই তাকে আমরা বাদে বলে ডাকি 🤪
friend circle এ friend’দের অনেক বিচিত্র nick name থাকে? তোমার circle এ তোমার ফ্রেন্ডদের nick name কি? and এই নাম পাওয়ার পিছনের কাহিনি কি? লিখে জানাও আমাদের and top 5 এর মধ্যে থেকে জিতে নাও একটা cool smart watch!
মানুষ বিয়ের দাওয়াত পেলে কতই না কি ভাবে। অনেকের সাথে দেখা হবে। অনেক মজা হবে। ছেলে পেলেরা ভাবে কোন 👰♀️কিউট পেত্নি আসবে😜। আর আমি কি ভাবতাম 😔 জানেন, ইদুর মারার ফাদের মত এই চেয়ারটা যদি না দিতো, তাহলে আরাম করে বাসতে তো পারতাম। খাওয়াই বড় লয় মনা 🤗। আর মনে মনে ভাবতাম যে বিয়ে তে আরাম করে বসে খওয়া জায় না সেই বাড়িতে শুখ শান্তি, 😇অনেক দুরের কথা। চেয়ারের কথা ভেবে ভয়ই পেতাম। জাই হক মনা, এখন বড় হয়ে দেখি চেয়ার জত টা বিপদ জনক ছিলো তার থেকে বিপদ জনক হল তথা কতিথ পূবে ব্যক্ত কিউট পেত্নি 😉 আজারে কথা বাদ দেই, এখন মনে হয় বড় হইছি। চেয়ার আর সমস্যা করতে পারে না। কিন্তু আশা আছে বড় লোক হলে অই চেয়ার কিনে চেরমো, প্রুতিশোধ নিবোই 😡। আপনারা দোয়া করবেন, আমি জেন এই চেয়ারের উপর প্রুতিশোধ নিতে পারি। 😆💝 love you all, thank you for read my story, inspire me for more story 😍
friend circle এ friend’দের অনেক বিচিত্র nick name থাকে? তোমার circle এ তোমার ফ্রেন্ডদের nick name কি? and এই নাম পাওয়ার পিছনের কাহিনি কি? লিখে জানাও আমাদের and top 5 এর মধ্যে থেকে জিতে নাও একটা cool smart watch!
friend circle এ friend’দের অনেক বিচিত্র nick name থাকে? তোমার circle এ তোমার ফ্রেন্ডদের nick name কি? and এই নাম পাওয়ার পিছনের কাহিনি কি? লিখে জানাও আমাদের and top 5 এর মধ্যে থেকে জিতে নাও একটা cool smart watch!
friend circle এ friend’দের অনেক বিচিত্র nick name থাকে? তোমার circle এ তোমার ফ্রেন্ডদের nick name কি? and এই নাম পাওয়ার পিছনের কাহিনি কি? লিখে জানাও আমাদের and top 5 এর মধ্যে থেকে জিতে নাও একটা cool smart watch!
গতকাল সকাল আটটায় ক্লাস ছিল। আমি বাসে করে সব সময়ের মতো ক্লাসে আসছিলাম। আমার হাতে অতিরিক্ত কিছু বই ছিল , প্রায় যখন চলে এসেছি তখন শাহরিন ম্যাডাম কল দিয়ে বললেন দ্বিতীয় ক্লাসটা অর্থাৎ নয়টার প্যাথলজি ক্লাসটি হবে না। তারপর আমি মোবাইলটি পকেটে রেখে দিলাম। এটি ছিল আমার আগের মোবাইল দিয়ে এখনো পর্যন্ত আমার শেষ কল (যদি খুঁজে না পাই) । কারণ বাস থেকে নামার সময় আমার হাত থেকে বইগুলো পড়ে যায় রশি ছিড়ে, হয়তো কোন একটা ভাবে বাসেই আমার মোবাইলটি কোথাও পড়ে যায়। এই বিষয়টি আমি উপলব্ধি করি ক্লাসে যাওয়ার পরে যখন স্যার কে কল করবো তখন। হঠাৎ দেখি আমার পকেটে মোবাইল নেই। ঘটনা শুরু হলো .....
দুইটা পাগল অনবরত আমার নাম্বারে কল দিয়ে গেল, আমার নাম্বারটি খোলা ছিল। তারপর দ্রুতই সিদ্ধান্ত নিলাম থানায় যাব। আমি পেনড্রাইভ এবং ক্লাসের প্রয়োজনীয় বাকি সব জিনিসপত্র ক্লাসে উপস্থিত বাকিদেরকে দিলাম , থানার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এমন সময় পাটোয়ারী স্যার এর সাথে দেখা হল, তিনি ঘটনা শুনে আমাকে যেতে বললেন।
আমি থানার দিকে রওনা হলাম। কিছুই বুঝতে পারতেছি না, আমার কাছ থেকেও মোবাইল হারানো যায়! কারণ বন্ধু মহলে আমি সব সময় বলতাম আমার থেকে কিছু হারানো যায় না। আপনারা জানলে অবাক হবেন যে, সেই দুইটা পাগল অনবরত সব দিকে কল দিয়ে যাচ্ছে, আমার সাথে যাচ্ছিল থানায়, গুরুত্বপূর্ণ ক্লাস না করে!
সারা রাস্তা চলল তাদের অতন্দ্র প্রহরা। থানায় পৌঁছানোর এক মিনিট আগে আমার নাম্বারটি বন্ধ হয়ে গেল। আর কল যাচ্ছিল না। থানায় গেলাম। আমি চেয়ারে বসে আমার কমপ্লেইন লিখাচ্ছিলাম। আমার প্রয়োজনীয় তথ্যগুলো সব তারাই জোগাড় করে দিল। তথ্যগুলো জোগাড় করা সহজ ছিল না, কারন আমার আম্মু সোশ্যাল মিডিয়া ইউজ করেন না। সহজ কথায় তথ্য নিতে ভালই বেগ পেতে হয়েছে পাগল দুইটার। ২০ মিনিট পর আমি খেয়াল করলাম পাগল ২ টা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু করতেছে, আরো বেশ কিছুক্ষণ ফর্মালিটিগুলো শেষ করে, ক্লাসের দিকে ফিরছিলাম। পাগল গুলোর কথা আপাতত আর নাই বলি, কারণ এখনো আরো অনেক কিছু বলা বাকি।
ক্লাসে ফেরার সময় আবার পাটোয়ারী স্যারের সাথে দেখা, কিভাবে কি কি করতে হবে স্যার ভালো করে বুঝিয়ে বললেন। আমরা ক্লাসে ফিরলাম। ক্লাসে ফেরার পর আমি আমার স্বাভাবিক কাজকর্মে ফিরে আসলাম, আমি তখন খুব বেশি কষ্ট পাই সত্যি বলতে, কারণ তখনও আমার কাছে এটা শুধু একটি মোবাইল (সামনে ধারণা বদলে যাবে)।
আমি কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করতে থাকলাম, পাগলদেরও আমার ও। আমার বিষয়টি ছিল আমি একটু পর পর স্বভাব বসতই পকেটে হাত দিচ্ছিলাম। পকেট কেমন ফাঁকা ফাঁকা লাগছিল তখন মনে পড়ছিল কিছু একটা নেই । তাছাড়া সব ধরনের জরুরি তথ্য আমার ওই মোবাইলে ছিল। একটু পরপর কাজ মনে করলে মনে পড়ছিল । আস্তে আস্তে মোবাইলের গুরুত্ব বাড়তে থাকলো আমার কাছে।
এবার আসি পাগল গুলোর কথায়। পাগলগুলো সঙ্ঘবদ্ধ হতে লাগলো। তারা যে কিছু একটা ভাবছে সেটা আমি বুঝতে পেরেছিলাম এবং আমি চিন্তা করেছিলাম আমি তাদের থেকে কোন ভাবে গা বাঁচিয়ে বাসায় চলে যাব। এর কারণ হলো যারা আমার সাথে পরিচিত তারা হয়তো জানেন আমি কোন কিছু নিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি না, আর আমি কোন কিছু বিনিময়ে পাওয়ার জন্যও কিছু করি না।
একদল পাগল তখনই চলে গেল, বসুন্ধরায় (এটা আমি পরে জানতে পেরেছি)। এক পাগল তার ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ দিনে, গুরুত্বপূর্ণ জায়গায় না যেয়ে, অন্যদের সাথেই পাগলামি শুরু করলো। আরেক দল পাগল ছিল আমার সাথে। কারণ হলো তারা জানে যদি আমি কোন ভাবে বের হতে পারি তাহলে আমাকে আর খুঁজে পাবে না ওইদিন।
ঘটনা প্রবাহে আপনারা হয়তো বুঝতে পেরেছেন কি ঘটতে যাচ্ছে। কিন্তু নিচের দিকটাতেও বেশ কিছু বিষয় আছে। কারন আমার কাছে মনে হয়, আমাকে আটকে রাখা অতটাও সহজ কাজ ছিল না। ক্লাস শেষ করে, আমি সবাইকে রেখে বাসায় চলে আসব , এমন সময় তারা এমন এমন কিছু পদ্ধতি অবলম্বন করল যেন আমি যেতে না পারি। আমার সাথে ফার্মগেট আসলো । আরো বেশ কিছু পদ্ধতি অবলম্বন করলো। এর মাঝখানে ওই পাগলের দল, ফার্মগেট চলে আসল। তারা আমাকে আমার বর্তমান মোবাইলটি আনবক্স করতে বলল।
তখন আমি ভাবলাম আমাকে যেহেতু তারা এতক্ষণ আটকে রাখতে সমর্থ হয়েছে, এবং আমার পর্যন্ত চলে এসেছে সুতরাং তারা বিজয়ী। আমি তাদের উপহার গ্রহণ করলাম... খুবই মিশ্র একটি অভিজ্ঞতা ছিল.... কারণ সারা দিনে আমি আমার তথ্যগুলো নিয়ে খুবই চিন্তিত ছিলাম (এখনো আছি), তার ওপর সারাদিনই আমার পকেটটা ফাঁকা ফাঁকা অনুভূত হয়েছে... ওটা ছিল আমার বাবা-মায়ের দেওয়া... এসব কারণে কিছুটা খারাপ লাগছিল। অন্যদিকে এই তিনটা ছেলে এবং তিনটা মেয়ের এরকম পাগলামি ( ক্লাসের সবাই বেশ চিন্তিত ছিল আমার জন্য), অপ্রত্যাশিত একটি উপহার, ছেলেমেয়েগুলার আত্মত্যাগ , ছেলে মেয়েগুলো সারাদিনের পরিশ্রমের পরেও আমাকে আটকে ধরে রাখতে সক্ষম হওয়া এগুলোর জন্য নিজেকে তাদের কাছে পরাজিত মনে হলেও, একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল।
কিন্তু এটা সত্য আমি কোন কান্না করি নাই😄, চোখে আসতেছিল না হয়তো, সেই কাজটা আকাশ থেকে হচ্ছিল,🤔 বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি।
বিকালের দিকে বাসায় ফিরলাম, অনেক রকম অভিজ্ঞতা নিয়ে। কিন্তু বাসায় ফেরার আগে ই এত কিছু করে ফেলা, এত জলদি সিদ্ধান্ত নিয়ে টাকা তুলে সব কিছু করা, আসলেই এটাকে সংজ্ঞায়িত করার মতো আমার কোন শব্দ নেই। আমি তাই এর নাম দিয়েছি পাগলামি।
আমি কারো জন্য কিছু করতে চাইলে চেষ্টা করি স্বার্থের মধ্যে যতটুকু সম্ভব করার। কিন্তু আমার মতে পাগল গুলো যা করল তা ছিল সাধ্যের বাইরে নিজের সবটুকু, কারণ এরা সবাই শিক্ষার্থী, পরিশেষে বলবো আমি একটি অমূল্য উপহার পেয়েছি। আমি কখনোই এরকম কিছু ভাবি নি। আমার কাছে মনে হয় এরকম কিছু আসলেই বিরল। এরকম বন্ধুত্ব বা সম্পর্ক বা বিশ্বাস বা যে শব্দই হোক একটা খুবই বিরল। এই বিরল প্রজাতি অবশ্যই সংরক্ষণ করা উচিত....
(আপনারা সবাই দোয়া করবেন যেন নজর না লাগে 😁) অনেক ভাবনা চিন্তা করে আমি সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম না যে আমি কি পাগল গুলোর নাম উল্লেখ করবো 🤔, বিরল প্রজাতি তো... হিংসে হয় আর কি 🙃
friend circle এ friend’দের অনেক বিচিত্র nick name থাকে? তোমার circle এ তোমার ফ্রেন্ডদের nick name কি? and এই নাম পাওয়ার পিছনের কাহিনি কি? লিখে জানাও আমাদের and top 5 এর মধ্যে থেকে জিতে নাও একটা cool smart watch!
আমার একটা ফ্রেন্ড আছে তার নাম, রেজাউল। রেজাউলের কর্মকাণ্ডের জোরে আমরা তার সুন্দর নামটা ধরে রাখতে পারিনি তার নামটা পরিবর্তন করতে বাদ্ধ হয়েছি। নতুন নাম দিয়েছি "লুচ্চা" এতো নাম থাকতে কেনো এমন নাম দিলাম? কারণ জানলে জানলে আপনিও ওকে লুচ্চা বলেই ডাকবেন। চলুন লুচ্চাটার কিচ্ছা কাহিনি শুরু করি ; ওর কাজ স্কুলে যাওয়ার আগে রাতে দল বেঁধে কে কে যাবে সেটা খোঁজ নেওয়া কোন কোন মেয়ে যাবে সেটার খোঁজ নেওয়া। দল ধরে না গেলে লুচ্চাও সেদিন স্কুলে যেতেন না। লুচ্ছাটা স্কুলে আগেভাগে গিয়ে কোন কোন মেয়ে আগে তার সাথে ভাব মারার প্রস্তুতি নেয় পরে আমরা আসলে সেগুলার নিয়ে কথা বলা। ওর ফেসবুকে সাজেশনে কোনো মেয়ে দেখলে সাথেসাথে রিকোয়েস্ট পাঠিয়ে দেয় এবং ওর সামনে যতো মেয়ে পড়ে সবার কাছেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এমনকি ফেসবুক মেসেঞ্জারে ঢুকেই সারা মেয়েকে হায় হেলো করতেই থাকবে। ওর ইচ্ছা যদি সব গুলো পটে যায় তাহলে সেটাই ভালো। নুচ্চাটার ফ্রেন্ডলিষ্টে এমন কোনো মেয়ে নাই যার সাথে কথা বলাে জন্য চেষ্টা করেনি বা ভাব মারার চেষ্টা করেনি। কেমনে কিভাবে পটিয়ে যে মেয়েয়েদের ছবে চেয়ে ন্যায় আমি সেটা পারি না। প্রতিদিন স্কুলে গেলে কয়টা মেয়ের ছবি নিয়েছে কোনটার সাথে কেমন ভাব হয়েছে এই নিয়ে কথা বলতে বলতে কান ঝালাফালা করে দেয়। লুচ্চাটার ফেসবুক আইডিতে কোনো সমস্যা হয়ে আমার কাছে নিয়ে আসত আর আমি এসব দেখতাম আর মজা নিতাম। আমাদের ফ্রেন্ড-সার্কেলে যাদের কাছে ফোন ছিলো সবাই মিলে একটা গ্রুপে ছিলাম সেখানে এই রেজাউলের নিকনেমটা আমিই লুচ্চা রেখেছিলাম আর যেহেতু আমরা সবাই এর ব্যাপারে জানতাম তাই সবাই এই নামেই ওকে মাঝে মাঝে ডাকতো। আমাদের আরো ফ্রেন্ডের নাম আমি বদলেছি তন্মধ্যে একটা ফ্রেন্ড ছিলো তার নাম "লিচফা" আমি তার নিকনেম দিয়েছিলাম "দোড়া-সাপ" কারণ সে কারোর সাথে তেমন কথা বলত না ক্লাসে এসেই চুপচাপ বসে থাকতো আমরা ছেলেরা তাকে উদ্যেশ্য করে কিছু বল্লে সাপের মতো ফুলতো। আমাদের কিছু বলতো না তবে একদিন একজকে খুব বকেছিলো সেই থেকে আমি ওর নাম দেই "দোড়া-সাপ" এমন আরো অনেক কাহিনি আছে উৎসাহিত করলে আবার বলবো। সো, এখানেই আজগের কাহিনির সমাপ্তি টানলাম। সবাই নিয নিয পরিবারকে সাথে নিয়ে ভালো থাকবেন! ধন্যবাদ! পড়ার জন্য
friend circle এ friend’দের অনেক বিচিত্র nick name থাকে? তোমার circle এ তোমার ফ্রেন্ডদের nick name কি? and এই নাম পাওয়ার পিছনের কাহিনি কি? লিখে জানাও আমাদের and top 5 এর মধ্যে থেকে জিতে নাও একটা cool smart watch!
Amdr friendship 7 bochorer,,,amra 6 jon friend,,,age to ei nickname bepar ta chilo na,,,shobai shobar nam k ektu betikrom kore daktam,,,oivabe dakte dakte dakte obvosto bole amdr nickname gulu dak nam ei deoa😇
friend circle এ friend’দের অনেক বিচিত্র nick name থাকে? তোমার circle এ তোমার ফ্রেন্ডদের nick name কি? and এই নাম পাওয়ার পিছনের কাহিনি কি? লিখে জানাও আমাদের and top 5 এর মধ্যে থেকে জিতে নাও একটা cool smart watch!
আমার এক বন্ধুর গল্পঃ তার নাম @rabiul।এই নাম এর রাখার কারণ হলো সে জন্মগ্রহণ করে আরবী মাস রবিউল আউয়াল মাসে রবি বারে।তাই তার নাম @rabiul রাখা হয়েছে।
Member
Member
আমরা গরিব মানুষ ভাই আমাদের স্টোরির কোন শেষ নেই
Member
আমার এক বন্ধুর নাম "ধলি"
আমাদের এলাকায় সবার থেকে কালো সে।
সবাই কালে বলে ডাকে, সে তাতে মন খারাপ করে।
কালে বললে মন খারাপ করে বিধায় আমি তাকে ধলি বলে ডাকি।
তাতে সে আমার প্রুতি খুব খুশি হয়।
এই জন্নে তাকে আমি ধলি বলে ডাকি।😆
Member
আমার এক বন্ধুর নাম বাদে : ছোট বেলায় আমার বন্ধুর যখন সুন্নাত করানো হয়। তখন বাদে (যে সুন্নাত করায়) তাকে প্রুচুর গালা গালি করে। তাই তাকে আমরা বাদে বলে ডাকি 🤪
Member
হয় হায় হায় অফার
Member
আর একটা বিয়ে করেন দেখবেন দুই জন প্রুতিজোগিতা লাগবে আপনার মন জয় করার জন্য।তখন দেখবেন ফুলে ফলে ভরে যাবে আপনার বউ এর মন😉🤗😝
Member
মানুষ বিয়ের দাওয়াত পেলে কতই না কি ভাবে। অনেকের সাথে দেখা হবে। অনেক মজা হবে। ছেলে পেলেরা ভাবে কোন 👰♀️কিউট পেত্নি আসবে😜। আর আমি কি ভাবতাম 😔 জানেন, ইদুর মারার ফাদের মত এই চেয়ারটা যদি না দিতো, তাহলে আরাম করে বাসতে তো পারতাম। খাওয়াই বড় লয় মনা 🤗। আর মনে মনে ভাবতাম যে বিয়ে তে আরাম করে বসে খওয়া জায় না সেই বাড়িতে শুখ শান্তি, 😇অনেক দুরের কথা। চেয়ারের কথা ভেবে ভয়ই পেতাম।
জাই হক মনা, এখন বড় হয়ে দেখি চেয়ার জত টা বিপদ জনক ছিলো তার থেকে বিপদ জনক হল তথা কতিথ পূবে ব্যক্ত কিউট পেত্নি 😉
আজারে কথা বাদ দেই, এখন মনে হয় বড় হইছি। চেয়ার আর সমস্যা করতে পারে না। কিন্তু আশা আছে বড় লোক হলে অই চেয়ার কিনে চেরমো, প্রুতিশোধ নিবোই 😡।
আপনারা দোয়া করবেন, আমি জেন এই চেয়ারের উপর প্রুতিশোধ নিতে পারি। 😆💝
love you all, thank you for read my story, inspire me for more story 😍
Member
Member
Komla dake😒...karon nam amar kamalika
Member
নিম বলে,কারণ আমার নাম তাসনিম💖🥰
Member
Member
একটি পাগলামির গল্প
Member
আমার একটা ফ্রেন্ড আছে তার নাম, রেজাউল।
রেজাউলের কর্মকাণ্ডের জোরে আমরা তার সুন্দর নামটা ধরে রাখতে পারিনি তার নামটা পরিবর্তন করতে বাদ্ধ হয়েছি। নতুন নাম দিয়েছি "লুচ্চা"
এতো নাম থাকতে কেনো এমন নাম দিলাম? কারণ জানলে জানলে আপনিও ওকে লুচ্চা বলেই ডাকবেন।
চলুন লুচ্চাটার কিচ্ছা কাহিনি শুরু করি ;
ওর কাজ স্কুলে যাওয়ার আগে রাতে দল বেঁধে কে কে যাবে সেটা খোঁজ নেওয়া কোন কোন মেয়ে যাবে সেটার খোঁজ নেওয়া।
দল ধরে না গেলে লুচ্চাও সেদিন স্কুলে যেতেন না।
লুচ্ছাটা স্কুলে আগেভাগে গিয়ে কোন কোন মেয়ে আগে তার সাথে ভাব মারার প্রস্তুতি নেয় পরে আমরা আসলে সেগুলার নিয়ে কথা বলা।
ওর ফেসবুকে সাজেশনে কোনো মেয়ে দেখলে সাথেসাথে রিকোয়েস্ট পাঠিয়ে দেয় এবং ওর সামনে যতো মেয়ে পড়ে সবার কাছেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এমনকি ফেসবুক মেসেঞ্জারে ঢুকেই সারা মেয়েকে হায় হেলো করতেই থাকবে।
ওর ইচ্ছা যদি সব গুলো পটে যায় তাহলে সেটাই ভালো।
নুচ্চাটার ফ্রেন্ডলিষ্টে এমন কোনো মেয়ে নাই যার সাথে কথা বলাে জন্য চেষ্টা করেনি বা ভাব মারার চেষ্টা করেনি।
কেমনে কিভাবে পটিয়ে যে মেয়েয়েদের ছবে চেয়ে ন্যায় আমি সেটা পারি না।
প্রতিদিন স্কুলে গেলে কয়টা মেয়ের ছবি নিয়েছে কোনটার সাথে কেমন ভাব হয়েছে এই নিয়ে কথা বলতে বলতে কান ঝালাফালা করে দেয়।
লুচ্চাটার ফেসবুক আইডিতে কোনো সমস্যা হয়ে আমার কাছে নিয়ে আসত আর আমি এসব দেখতাম আর মজা নিতাম।
আমাদের ফ্রেন্ড-সার্কেলে যাদের কাছে ফোন ছিলো সবাই মিলে একটা গ্রুপে ছিলাম সেখানে এই রেজাউলের নিকনেমটা
আমিই লুচ্চা রেখেছিলাম আর যেহেতু আমরা সবাই এর ব্যাপারে জানতাম তাই সবাই এই নামেই ওকে মাঝে মাঝে ডাকতো।
আমাদের আরো ফ্রেন্ডের নাম আমি বদলেছি তন্মধ্যে একটা ফ্রেন্ড ছিলো তার নাম "লিচফা" আমি তার নিকনেম দিয়েছিলাম "দোড়া-সাপ" কারণ সে কারোর সাথে তেমন কথা বলত না ক্লাসে এসেই চুপচাপ বসে থাকতো আমরা ছেলেরা তাকে উদ্যেশ্য করে কিছু বল্লে সাপের মতো ফুলতো। আমাদের কিছু বলতো না তবে একদিন একজকে খুব বকেছিলো সেই থেকে আমি ওর নাম দেই "দোড়া-সাপ"
এমন আরো অনেক কাহিনি আছে উৎসাহিত করলে আবার বলবো।
সো, এখানেই আজগের কাহিনির সমাপ্তি টানলাম।
সবাই নিয নিয পরিবারকে সাথে নিয়ে ভালো থাকবেন!
ধন্যবাদ! পড়ার জন্য
Member
মন আমার বউ, বউ করে 🥴
Member
Amdr friendship 7 bochorer,,,amra 6 jon friend,,,age to ei nickname bepar ta chilo na,,,shobai shobar nam k ektu betikrom kore daktam,,,oivabe dakte dakte dakte obvosto bole amdr nickname gulu dak nam ei deoa😇
Member
Member
বউ কথা বলে না, কি? করি
Member
Thanks
Member
আমার এক বন্ধুর গল্পঃ তার নাম @rabiul।এই নাম এর রাখার কারণ হলো সে জন্মগ্রহণ করে আরবী মাস রবিউল আউয়াল মাসে রবি বারে।তাই তার নাম @rabiul রাখা হয়েছে।
Member
আমার এক বন্ধুর গল্পঃ তার নাম @rabiul।এই নাম এর রাখার কারণ হলো সে জন্মগ্রহণ করে আরবী মাস রবিউল আউয়াল মাসে রবি বারে।তাই তার নাম @rabiul রাখা হয়েছে।