আমি দীর্ঘদিন ধরে স্কিটো সিমটা ব্যবহার করছি, সাশ্রয়ের জন্য। যেহেতু আমি অনলাইন গেম খেলি, সেহেতু আমার নেট পিংটা সব সময় ভালো প্রয়োজন। কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, যেখানে আমার অন্যান্য বন্ধুদের সিমে (রবি, এয়ারটেল) পিং সবসময় ৫০-১০০ এর ভিতরে থাকে, সেখানে জিপি বা আমার স্কিটো সিমে পিং সব সময় ২০০+ থাকে। রাত ১২ টার পর কিছুটা কমে ১০০-১৫০ এর ভিতরে আসে। যদি আপনারা এর একটা ব্যবস্থা নিতেন তাহলে উপকৃত হতাম।
আরেকটা ব্যাপার দেখেছি, রবি আর এয়ারটেল সিমে পাবজি খেলার জন্য আলাদা একটা ইন্টারনেট প্যাকেজ আছে। আর বাংলাদেশে প্রচুর পরিমানে ফ্রি ফায়ার প্লেয়ার আছে। যদি আপনারা ফেসবুক প্যাকের মতন ফ্রি ফায়ার আর পাবজি প্যাক চালু করতেন, তাহলে আমার মতে প্রচুর সাড়া পেতেন, সেটা সিম বিক্রয় আর প্যাক বিক্রয় সব দিক থেকেই
Member
Member
সহমত ভাই।
Member
👍👍
Member
Hm