Skitto সিম এর ডাটা খুব ভালো স্পীড দেয় যখন আমি ওয়াইফাই কানেকটেড থাকি। এখন আমি জেলা শহরে আছি অথচ skitto অ্যাপ লোড নিতে অনেক সময় নিচ্ছে। ফোরাম ওপেন হতে লোডিং দেখাচ্ছে, ফেসবুক ভিডিও চলছে না। এই হচ্ছে এদের সার্ভিস। আমি skitto সিম ইউজ করি সপ্তাহে শুধু মাত্র এক দেড় দিনের জন্য যখন গ্রামের বাড়িতে যাই। কিন্তু হায়, কোন ভাবেই আমি নেট ইউজ করত পারিনা। আমার স্মার্ট ফোন, সেটিংস সব ঠিক আছে।
Member
Right
Member
Same
Member
আপনার skitto সিমটি আপনার ফোন এর সিম 1 স্লট এ রেখে, ফোন এর সেটিংস থেকে Access Point Name এ গিয়ে Name আর APN এ দুটি অপশনে "skittonet" লিখে ইন্টারনেট সেটিংস করে ফোনটি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন। আমার ও এই ধরণের সমস্যা ছিল। ইন্টারনেট সেটিংসটি সঠিকভাবে করে নেয়ার পর ঠিক হয়ে গিয়েছে।
Member
ভাই আমারও স্কিটো আ্যপ ইউস করতে গেলে বা স্কিটো ফরাম এ enter করতে গেলে loading নেয় এবং কম্মেন্ট করতেও দেরি হয়। বাট আর সব কিছুর স্পিড অনেক ভাল।