Skitto যে বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিয়েছিল দিন দিন তা হ্রাস পাচ্ছে। কিছুদিন আগেও প্রায় সব গুলো প্রমো ডিলসের দাম বাড়ানো হয়েছে। বর্তমান সময়ে অন্য অপারেটর গুলোর সাথে তুলনা করলে skitto অনেক পিছিয়ে আছে। এই ভাবে চলতে থাকলে skitto - স্লোগান থাকলো কই?
মেগাবাইট দাম কমানোর জন্য আবেদন করা হলো।
দেখা যাক কর্তৃপক্ষ এ বিষয়ে কি করেন।
Member
amio ei bisoye apnar sathe sohomot vai
Member
স্কিটো সিমের মূল্য যাই হোক কিন্তু তার প্যাকেজের মূল্য আরো সহজ করা দরকার, আকুল আবেদন রইল সংশ্লিষ্টরা যেন এই বিষয়টা একটু খেয়াল রাখেন ।