Categories  

The supplementary duty fee (SD) has been increased.

সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়েছে

১০ জানুয়ারি, ২০২৫

 

প্রিয় গ্রাহক,

সরকারি গেজেট-২০২৫ অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে সকল মোবাইল সার্ভিসের (কল, ইন্টারনেট, কম্বো, ভ্যাস, ও অন্যান্য) ওপর সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ২৩% করা হয়েছে। ফলে উক্ত তারিখ থেকে আপনার মোবাইল সার্ভিসের উপর সর্বমোট ৪২.৪৫% শুল্ক কার্যকর হবে।
এই বৃদ্ধির সাথে সমন্বয় করে আমাদের কল, এসএমএস ও প্যাকের মূল্য/ভ্যালু পরিবর্তন হবে।

ধন্যবাদ।